ভবনের দ্বিতীয় তলা

শেখ হাসিনার কক্ষ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ সালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে যখন দোতলার কাজ শেষ হয় তখন থেকে শেখ হাসিনা এই কক্ষে বসবাস শুরু করেন। এই কক্ষটি দোতলায় বাড়ির একেবারে উত্তর-পূর্ব দিকে অবস্থিত (বর্তমানে সম্প্রসারিত সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই প্রথমেই এই কক্ষটি)। বাড়ির পেছনের (উত্তর দিকে) রান্নাঘর সংলগ্ন সিঁড়ি বেয়ে এবং সামনের অংশের (পশ্চিম দিকে) মূল সিঁড়ি দিয়ে এই কক্ষে যাতায়াত করা হতো। এই ঘরের ভিতরে শয়নকক্ষের পাশাপাশি ছোট একটি ড্রেসিং রুম ও একটি গোসলখানা আছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা অন্যান্য কক্ষের পাশাপাশি এই ঘরেও তান্ডব চালিয়ে ঘরের মালামাল তছনছ করে। ১৯৮১ সালের ১০জুন বঙ্গবন্ধু ভবন বুঝে পাওয়ার পর সেই দিনের তছনছ করা ঘরের কিছু আলোকচিত্র শেখ হাসিনা তুলে রেখেছিলেন। সেই আলোকচিত্রগুলো বাড়ির দোতলার ড্রয়িং কাম ডাইনিংয়ের পূর্ব দেয়ালে টানিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই ঘরটিও তালাবদ্ধ করে রাখা আছে, অর্থাৎ জাদুঘরের দর্শনার্থীদের দেখার জন্য এখনো উন্মুক্ত করে দেওয়া হয়নি।