সম্প্রসারিত ভবনের নিচতলার সভাকক্ষ
২০১১ সালের ২০শে আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা সম্প্রসারিত ভবনটি নিচতলার এই সভা কক্ষ থেকে উদ্বোধন করেন। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে যে সকল শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে যে সকল দর্শনার্থী দলে দলে জাদুঘর পরিদর্শনে আসেন তাদেরকে এই সভাকক্ষে ব্রিফিং দেওয়া হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বিভিন্ন দিবসের উপর আলোচনা ও স্মৃতিচারন অনুষ্ঠান এই সভা কক্ষে অনুষ্ঠিত হয়।