প্রদর্শনী গ্যালারি ৩

আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু (১৯৭৪)

আন্তর্জাতিক অঙ্গনে ১৯৭৪ সালের প্রথম ভাগটি গুরুত্বপূর্ণ মূলতঃ মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্বে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি অর্জনের জন্য। ১৯৭৪ সালের ২৩ শে ফেব্রুয়ারি বৃহত্তম মুসলিম দেশ হিসেবে লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে যোগদান এক ঐতিহাসিক ঘটনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের ফলেই ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়া্রি পর্যন্ত মোট ১১৭টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এই সম্মেলনে যোগদান করার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শর্ত স্বরূপ পাকিস্তান ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এই স্বীকৃতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'সত্যের জয়' হিসেবে অভিহিত করেন। এ সম্মেলনে যোগদানের ফলে মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সু-সম্পর্ক প্রতিষ্ঠার দ্বার উন্মোচিত হয়। মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে নানান দ্বিপাক্ষিক আলোচনা বিশেষ করে এশিয়া মহাদেশ বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করে।