ইউ এস দূতাবাস থেকে জাদুঘর পরির্দশন

ইউ এস দূতাবাস থেকে জাদুঘর পরির্দশন

২০১৮-১০-০৫

আজ সকাল ১০ ঘটিকায় ইউ এস দূতাবাস থেকে প্রায় ২৫ জন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরির্দশনে আসেন। জাদুঘরের কিউরেটর জনাব মো. নজরুল ইসলাম খান তাদের স্বাগত জানিয়ে বঙ্গবন্ধুর রাজনীতি, তাঁর পরিবার, জাদুঘর ও ১৫ই আগস্ট সম্পর্কে ছোট্র ব্রিফের মাধ্যমে তাদের অবগত করেন। এরপর কিউরেটর তাদেরকে জাদুঘরের বিভিন্ন নির্দশন ঘুরিয়ে দেখান এ সময় সঙ্গে ছিলেন কোয়েস্ট গ্রীন ডেভেলপমেন্ট চেয়ারম্যান আরটিএন কান্তারা কে খান। তারা প্রায় ১ ঘন্টা জাদুঘর পরির্দশন করেন। পরির্দশন শেষে তারা পরির্দশন খাতায় তাদের মন্তব্য লেখেন এরপর জাদুঘরের কিউরেটর তাদের বঙ্গবন্ধুর লেখা The Unfinished Memories বই উপহার দেন।