বঙ্গবন্ধুর ব্যবহৃত ৪টি অমূল্য স্মৃতি নিদর্শন হস্তান্তর

বঙ্গবন্ধুর ব্যবহৃত ৪টি অমূল্য স্মৃতি নিদর্শন হস্তান্তর

২০২২-০৮-১৩

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে ১১-০৮-২০২২ তারিখ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ জাতীয় জাদুঘরকে স্থায়ীভাবে বঙ্গবন্ধুর ব্যবহৃত মুজিব কোট, সফেদ পাঞ্জাবী, পাজামা ও একটি টোব্যাকো পাইপ হস্তান্তর করেন।

পরবর্তীতে ১৩-০৮-২০২২ তারিখ শনিবার বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর -এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় বঙ্গবন্ধুর ব্যবহৃত ৪টি অমূল্য স্মৃতি নিদর্শন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এর পক্ষ থেকে জাদুঘরের কিউরেটর জনাব এন আই খান কর্তৃক বাংলাদেশ জাতীয় জাদুঘরকে হস্তান্তর করেন।  

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদ -এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মো.কামরুজ্জামান, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সহকারী কিউরেটর কাজী আফরিন জাহানসহ অন্যান্য কর্মীবৃন্দ।

 

বিস্তারিত:

দৈনিক জনকণ্ঠ

বাংলাদেশ বুলেটিন