ভবনের নিচতলা

করিডোর


বঙ্গবন্ধু ভবনের নিচতলায় অফিসকক্ষ ও বৈঠকখানার মাঝে একটি লম্বা করিডোর আছে। বাড়ির মূল সিঁড়িটি করিডোরের পশ্চিম পাশে সংযুক্ত, যার সামনে একটি দরজা আছে। বঙ্গবন্ধু দোতলা থেকে এই সিঁড়ি দিয়ে নেমে নিচের করিডোর হয়ে অফিসকক্ষ ও বৈঠকখানায় যাতায়াত করতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে একসাথে তিনটি বাড়িতে (বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নং সড়কের বাড়ি, আব্দুর রব সেরনিয়াবাতের ৩৭ নং মিন্টো রোডের বাড়ি, শেখ ফজলুল হক মণির ধানমন্ডির নতুন ৫/এ সড়কের ৬১ নম্বর বাড়ি) ঘাতকরা হত্যাযজ্ঞ চালায়। বর্তমানে করিডোরের পূর্ব ও পশ্চিম দেয়ালের উপরে বঙ্গবন্ধুর বাড়িসহ অন্য দুটি বাড়িতে যাঁদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের পোট্রেট (ছবি) টানানো আছে। ক্রমানুসারে তাঁদের নাম দেওয়া হলো - ১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম: ১৭ মার্চ ১৯২০ সাল ২। বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব (বঙ্গবন্ধুর সহধর্মিণী) জন্ম: টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ৮ আগস্ট ১৯৩০ সাল ৩। শেখ কামাল (বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র) জন্ম: টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ৫ আগস্ট ১৯৪৯ সাল ৪। শেখ জামাল (বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র) জন্ম: টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ২৮ এপ্রিল ১৯৫৪ সাল ৫। শেখ রাসেল (বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র) জন্ম: ঢাকা, ১৮ অক্টোবর ১৯৬৪ সাল ৬। শেখ আবু নাসের (বঙ্গবন্ধুর কনিষ্ঠ ভাই) জন্ম: টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৯২৮ সাল ৭। সুলতানা কামাল খুকী (শেখ কামালের স্ত্রী) জন্ম: ঢাকা, ১০ ডিসেম্বর ১৯৫১ সাল ৮।  পারভীন জামাল রোজী (শেখ জামালের স্ত্রী) জন্ম: সিলেট, ১৯৫৬ সাল ৯। আব্দুর রব সেরনিয়াবাত (বঙ্গবন্ধুর সেজ বোনের স্বামী) জন্ম: বরিশাল, ২৮ মার্চ ১৯২১ (১৪ চৈত্র ১৩২৭ বাংলা সন) ১০। শেখ ফজলুল হক মণি (বঙ্গবন্ধুর মেজ বোনের বড় ছেলে) জন্ম:টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ৪ ডিসেম্বর ১৯৩৯ সাল ১১। বেগম আরজু মণি (শেখ ফজলুল হক মণির স্ত্রী) জন্ম:বরিশাল, ১৫ মার্চ ১৯৪৭ সাল ১২। কর্ণেল জামিল উদ্দিন আহমেদ (বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার) জন্ম:গোপালগঞ্জ,১ ফেব্রুয়ারি ১৯৩৩ সাল ১৩। বেবী সেরনিয়াবাত (আব্দুর রব সেরনিয়াবাতের কনিষ্ঠ কন্যা) জন্ম: বরিশাল,২০ মে ১৯৬০ সাল ১৪। আরিফ সেরনিয়াবাত (আব্দুর রব সেরনিয়াবাতের কনিষ্ঠ পুত্র) জন্ম: ২৭ মার্চ ১৯৬৪ সাল ১৫। সুকান্ত আব্দুল্লাহ বাবু (আব্দুর রব সেরনিয়াবাতের জ্যেষ্ঠ পুত্র আবুল হাসনাত আব্দুল্লাহর জ্যেষ্ঠ পুত্র ) জন্ম: গৌরনদী, বরিশাল,২২ জুন ১৯৭১ সাল ১৬। শহীদ সেরনিয়াবাত (আব্দুর রব সেরনিয়াবাতের ভাইয়ের পুত্র) জন্ম: বরিশাল,২৬ মার্চ ১৯৪০ সাল ১৭। আবদুল নঈম খান রিন্টু (আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমুর খালাত ভাই) জন্ম: বরিশাল, ১ ডিসেম্বর ১৯৫৭ সাল।