পেছন ভাগ

বঙ্গমাতা বেগম মুজিবের রান্নাঘর

16._Kitchen

বঙ্গবন্ধু ভবনের উত্তরে নিচতলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার রান্নাঘরটি অবস্থিত। রান্নাঘরটি মূল ভবনের সাথে সংযুক্ত নয়, তবে  মূলভবনের সাথে লাগোয়া। বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিব দোতালায় বসবাস করতেন তাই তিনি এই রান্নাঘরে যাতায়াতের জন্য একটি আলাদা সিঁড়ি তৈরি করেন। এই সিঁড়ি দিয়ে বেগম মুজিব দোতলা থেকে নেমে রান্নাঘরে পরিবারের সকল সদস্যদের জন্য রান্না করতেন এমনকি বাড়িতে আসা আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতা কর্মীদের জন্য নিজ হাতে রান্না করতেন। যখন এ বাড়িতে গ্যাস ছিলনা (১৯৭৪ সালের মাঝামাঝি সময়ে গ্যাসের সংযোগ দেয়া হয়।) বঙ্গমাতা গরমের ভেতরে জ্বালানী কাঠের চুলায় নিজ হাতে রান্না করতেন। তিনি রান্না করতে খুব পছন্দ করতেন এবং নিজ হাতে মানুষকে খাওয়াতে ভালোবাসতেন। তৎকালীন এমন রাজনীতিবিদ খুব কমই আছে এ বাড়িতে এসে না খেয়ে ফিরে গেছেন। আজ আমাদের মাঝে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব নেই কিন্তু তাঁর রান্নাঘরটি এবং তার ব্যবহৃত হাড়ি-পাতিল, বটি, কলস, চুলা অন্যান্য সরঞ্জাম সম্মানিত দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হচ্ছে।