সম্প্রসারিত ভবন

২০১১ সালের ২০ আগস্ট শনিবার সকাল ১১ টায় মূল ভবনের উত্তরে সম্প্রসারিত ভবনটি উদ্বোধন করা হয়। ষষ্ঠ তলা ভবনে ২৬টি পর্বে বঙ্গবন্ধুর তথ্য ও সচিত্র ঘটনাবলি তুলে ধরা হয়েছে। সম্প্রসারিত ভবনের ৫ম তলায় একটি লাইব্রেরি রয়েছে। শৈশব থেকে ১৯৭০-এর নির্বাচন পর্যন্ত ৪র্থ তলায় তুলে ধরা হয়েছে। তৃতীয় তলায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে ১৯৭৩ সালের দেশ পুনর্গঠন পর্যন্ত সচিত্র তথ্য সংযোজন করা হয়েছে। পারিবারিক জীবন থেকে জীবনাবসানের মর্মান্তিক ঘটনাবলী ২য় তলায় সন্নিবেশিত। দর্শক ৪র্থ তলা থেকে শুরু করে ক্রমান্বয়ে নীচের দিকে নামতে পারেন। নীচতলা অডিটরিয়াম, সভা, সেমিনারের জন্য ব্যবহৃত হত। বর্তমানে এই কক্ষটি হলোগ্রাম কক্ষ। হলোগ্রাম কক্ষটিতে জাতির জনকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অংশ বিশেষ প্রদর্শিত হয়। এরপর মূল ভবনে যেতে পারেন।