সমন্বিত পরমাণু পরীক্ষা-বেন চুক্তি সংস্থার নির্বাহী সচিব ড. লাসিনা জেরবো এর জাদুঘর পরিদর্শন

সমন্বিত পরমাণু পরীক্ষা-বেন চুক্তি সংস্থার নির্বাহী সচিব ড. লাসিনা জেরবো এর জাদুঘর পরিদর্শন

২০১৮-১০-০৪

আজ ০৪-১০-২০১৮ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সমন্বিত পরমাণু পরীক্ষা-বেন চুক্তি সংস্থার নির্বাহী সচিব ড. লাসিনা জেরবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর জনাব মো. নজরুল ইসলাম খান তাকে স্বাগত জানান এরপর ড. লাসিনা জেরবো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জাদুঘরের কিউরেটর সম্মানিত অতিথিকে বিভিন্ন কক্ষের নিদর্শন ঘুরিয়ে দেখান এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা সম্পর্কে তাকে অবগত করেন। প্রায় ৩০ মিনিট জাদুঘর পরিদর্শন শেষে  ড. লাসিনা জেরবো মন্তব্য খাতায় তাঁর মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। এরপর জাদুঘরের কিউরেটর তাকে বঙ্গবন্ধুর নিজের লেখা The Unfinished Memories বইটি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।